নরসিংদী: নরসিংদীর ঘোড়াশালে কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকশেড ইনচার্জ মহসিন ভূঞা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় ট্রেনটির পেছনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওয়ানা দিচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫