ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াশালে ‘কালনী এক্সপ্রেস’র একটি বগি লাইনচ্যুত

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ঘোড়াশালে ‘কালনী এক্সপ্রেস’র একটি বগি লাইনচ্যুত ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশালে কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকশেড ইনচার্জ মহসিন ভূঞা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় ট্রেনটির পেছনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওয়ানা দিচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:  ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।