ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে এলজিইডি কার্যালয়ে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ফেনীতে এলজিইডি কার্যালয়ে ককটেল নিক্ষেপ প্রতীকী

ফেনী: ফেনীতে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা জজকোর্টের সামনে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।



ফেনী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম রশিদ আহাম্মদ ককটেল নিক্ষেপের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতাল অবরোধের ৩৮তম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর এলজিইডি কার্যালয়ের সামনে আকস্মিক ভাবে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।