কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে ওই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের আমজাদ মাস্তানের নেতৃত্বে ৭/৮জনের একটি দল চরপাড়া গ্রামে নান্নুর বাড়িতে হামলা চালায়। এ সময় নান্নুর পক্ষের ১০/১২ জন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে আমজাদ মাস্তানের লোকজন নান্নুর লোকজনকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়লে নান্নু (৩৩) কোমরে গুলিবিদ্ধ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সংগ্রাম (২৫) ও এজের মণ্ডলসহ (৫৫) চার জন আহত হয়।
গুলিবিদ্ধ নান্নুকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরন করেছে।
দৗলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সীমান্ত এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫