ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রক্তপাত বন্ধে

সিলেটে প্রতিবাদী রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সিলেটে প্রতিবাদী রক্তদান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দেশব্যাপী চলমান নৈরাজ্য ও সহিংসতা বন্ধের দাবিতে ‘প্রতিবাদী রক্তদান কর্মসূচি’ পালন করেছে সিলেটের পরিবেশবাদী সংগঠন- ভূমিসন্তান বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ রক্তদান কর্মসূচি শুরু হয়।



চলমান সহিংসতা ও রক্তপাত বন্ধ করতেই এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন, ভূমিসন্তান বাংলাদেশ-এর আহ্বায়ক আশরাফুল কবির।

আয়োজকরা জানান, রাজনীতির নামে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী যে সহিংসতা চালিয়ে আসছে, তাতে দেশের মানুষ আতঙ্কিত। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। ছিনিমিনি খেলা হচ্ছে, শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়েও। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে।   সরকারও কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারছে না।

এদিকে, বিকেল পর্যন্ত মোট ২৫ জনেরও বেশি রক্ত দিয়েছেন। সহিংসতায় আহত ব্যক্তি ছাড়াও মুমূর্ষু রোগীদের এ সব রক্ত দেওয়া হবে বলে জানান আশরাফুল কবির।

রক্তদাতা ও আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল বলেন, শুধু ক্ষমতার লোভে দেশের মানুষকে আজ জিম্মি করা হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, চলমান সহিংসতায় আমরা সাধারণ নাগরিক নানাভাবে প্রতিবাদ জানাচ্ছি। এই রক্তদান কর্মসূচিও এক ধরনের প্রতিবাদ।

কর্মসূচিতে উপস্থিত সংস্কৃতিকর্মী রজত গুপ্ত বলেন, যারা হরতাল-অবরোধের নামে রক্ত ঝরাচ্ছেন, তারা মানবতার কল্যাণে কখনো রক্ত দেননি। তাদের আহ্বান করছি, তারা যেন সাধারণ মানুষের রক্ত ঝরানো বন্ধ করে মানবতার কল্যাণে নিজের রক্ত দিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যান।
 
ভূমিসন্তান বাংলাদেশ কর্মী দেবাশীষ দেবু, আনিস মাহমুদ, বিপ্লব দেব, দ্বোহা চৌধুরী, শুয়াইব হাসান, রুবেল আহমদ কুয়াশা, মাহবুব আলম, সত্যজিৎ চক্রবর্তীসহ আরো অনেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিকেল চারটা পর্যন্ত রক্তদান করেন- জলিল আহমদ, আব্দুর রহিম, শাহ মো. তানভীর, আমিনুল ইসলাম, রাজু ওয়াহিদ, পলাশ বখ্‌ত, দীপক বৈদ্য, আব্দুল বাতিন, রফিকুল ইসলাম, হিমাংশু ভূবন কর, মারুফ চৌধুরী, কামরান আহমদ, নুপূর মনি সিং, কয়েস আহমদ, শহিদুর রহমান, আশরাফুল কবীর, মোকাদ্দেস বাবুল, মো. উসমান খান শাহিন, সিরাজ উদ্দিন, আব্দুল করিম কিম ও আলাল উদ্দিন জালালীসহ অনেকে।

সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদী রক্তদান কর্মসূচি অব্যাহত ছিল।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।