মেহেরপুর: লাইসেন্স ছাড়া স্প্রিট বিক্রির অভিযোগে মেহেরপুর সদর উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি আমিনুল ইসলাম পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
এনডিসি আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিনা লাইসেন্সে স্প্রিট ব্যবসার অভিযোগে বারাদী বাজারের নিউ কাজলের মালিক কাজলের কাছ থেকে পাঁচ হাজার টাকা, রিমন হার্ডওয়ারের মালিক মাহমুদ হোসেনের তিন হাজার ও এসএম হার্ডওয়ারের মালিক মাহাতাব আলীর তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫।