নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- টিটু ও সুজন মিয়া। তাদের মধ্যে টিটু বন্দর উপজেলার ইস্পাহানী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তবে সুজনের ঠিকানা পাওয়া যায়নি।
কাচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টিপরদি এলাকায় বিকেল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৬-২১৮২) ঢাকাগামী মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো ল ১৯-৭১৫১) সামনে থেকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক টিটু মারা যান। মোটরসাইকেল আরোহী সুজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫