ঢাকা: নির্দিষ্ট দিনেই (০৬ মার্চ) ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শুরুতে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সর্বোচ্চ সংখ্যক প্রার্থী হওয়ায় প্রয়োজনীয় সংখ্যক হল প্রাপ্তি, সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা চূড়ান্ত ও নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নেওয়ার সিদ্ধান্ত ছিল।
গত বছরের ৩০ ডিসেম্বর নতুন তারিখ ঘোষণার সময় পিএসসির কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষায় প্রয়োজনীয় সংখ্যক হল প্রাপ্তি না হওয়ার আশঙ্কায় এক মাস পিছিয়ে দেওয়া হলো।
গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অবরোধের মধ্যে হরতালে এ পর্যন্ত ৩৭টি বিষয়ের পরীক্ষা বাধাগ্রস্ত হয়েছে, যেগুলো শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে।
এরই মধ্যে রোববার থেকে আবারও হরতালসহ কঠোর কর্মসূচির কথা জানিয়েছে বিএনপি জোট। এসএসসি পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও সপ্তাহে দু’দিন করে নিয়ে মধ্য মার্চ নাগাদ শেষ করা সম্ভব নয়।
এ অবস্থায় নির্দিষ্ট দিনে পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিসিএস’র প্রার্থীরাও।
৩৫তম বিসিএস-এ এবার সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৭৩ জন, চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন, খুলনায় ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুরে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী রয়েছে।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা ব্যবস্থাপনা এবং এসএসসি পরীক্ষার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, অবরোধ-হরতালের মধ্যে ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট দিনে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
বিসিএস বিধিমালা সংশোধনের পর গত ২৩ সেপ্টেম্বর নতুন নিয়মে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যাতে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর এবং এক ঘণ্টার এমসিকিউ দুই ঘণ্টায় নেওয়ার কথা।
এবার বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নেওয়া হবে। আবেদনকারীর সংখ্যা অনুযায়ী, প্রতি পদের জন্য ১৩৫ জন প্রার্থী লড়বে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫