ঢামেক থেকে: বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধ আরও ৫জনকে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে এগারোটায় বার্ন ইউনিটে ভর্তি করা হয় নরসিংদীতে পেট্রোল বোমায় দগ্ধ তিনজনকে।
তাদের মধ্যে, জাহিদের শরীরের ৪০ শতাংশ, সেলিমের ১৮ শতাংশ এবং জুয়েলের দশ শতাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর নরসিংদী জেলার পলাশ থানার ভাটপাড়া এলাকায় চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন তারা।
জুয়েল আহমেদ জানান, চট্টগ্রাম বন্দর থেকে আরএফএলের প্রাণ ক্যান নিয়ে নরসিংদীর ঘোড়াশালের উদ্দেশে যাচ্ছিলো তাদের ট্রাকটি। সাড়ে সাতটার দিকে ভাটপাড়া এলাকায় ট্রাকটি পৌঁছালে এতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন তারা। প্রথমে তাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করা হলেও রাত সাড়ে এগারোটার দিকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপে দগ্ধ দুইজনকে রাতে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবানা গ্রামের আনসার সদস্য নজরুল হাদী ও একই জেলার সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের আব্দুল গাফফার। পেট্রোল বোমায় তাদের দুইজনেরই মুখমন্ডল ঝলসে যায়।
বার্ন ইউনিটে তাদের ভর্তির বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক সেন্টুচন্দ্র দাস।
** শাহবাগে ককটেল-পেট্রোল বোমা সহ আটক ৪
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫