ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

নড়াইল: নড়াইল সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রওশন আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। এসময় দায়িত্বরত এক নার্সসহ  তিনজনকে মারধরও করে তারা।



খবর পেয়ে সদর থানার পুলিশ মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে তাদের উদ্ধার করে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
মৃত রোগীর স্বজন মীর্জা মাহবুব হোসেন রন্টু বাংলানিউজকে জানান, তার নানী রওশনারা বেগম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন হাসপাতালে রাখলেও চিকিৎসকরা তার চিকিৎসার কোনো খোঁজ খবর না নিলে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এসময় দায়িত্বরত চিকিৎসক রাতে রওশন আরাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে নিয়ে যাওয়ার সময় অক্সিজেন খুলে ফেললে তিনি মারা যান।

সদর হাসপাতালে দায়িত্বরত নার্স শারমিন আক্তার জানান, রোগীর অবস্থা খারাপ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য তিনি ট্রলি আনতে যান। এসময় রোগীর স্বজনরা তার অক্সিজেন খুলে ফেললে  তিনি মারা যান। রোগী মারা গেলে রোগীর স্বজনরা আমাকে ও আমার সহকর্মীদের মারধর করে বাথরুমে আটকে রাখে।

নড়াইল সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ওই রোগী ফুসফুসের এসপাইরেশন নিউমোনিয়া রোগে ভুগছিলেন। এখানে তার চিকিৎসার কোনো অবহেলা বা গাফিলতি হয়নি।

সদর থানার এসআই শফিক বলেন, খবর পেয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে নার্স ও তার সহকর্মীদের উদ্ধার করা হয়। তবে ভাঙচুর ও মারধরের ঘটনায় কর্তৃপক্ষ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।     

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।