ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
বাগেরহাটে মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

বাগেরহাট: ছিনতাই হওয়া একটি মোটরসাইকেলসহ বাগেরহাটের মংলায় শাকিল খান (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মংলা পৌর শহরের আঁখি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।



আটক শাকিলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় বলে জানায় পুলিশ।

মংলা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাশেম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার খুলনার রুপসার খানজাহান আলী সেতু সংলগ্ন ছাছিবুনিয়া এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করে সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা। সন্ধ্যায় পুলিশ ওই শহরের আঁখি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য শাকিলকে হাতেনাতে আটক করা হয়।

তবে এসময় মোটরসাইকেলের চাবি নিয়ে চক্রের অপর সদস্য সাদ্দাম দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।

ছিনতাই হওয়া মোটরসাইকেলের মালিক নাজমুল হাসান জানান, তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহণ করেন। বৃহস্পতিবার শাকিলসহ দুইজন তাকে অস্ত্র ঠেকিয়ে খুলনার ছাছিবুনিয়া থেকে মোটরসাইকেলটি ছিনতাই করে মংলায় নিয়ে আসে।

অভিযোগ রয়েছে, মংলায় গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে খুলনা, ঢাকা, বরিশাল ও সাতক্ষীরা থেকে মোটরসাইকেলসহ গাড়ি ছিনতাই করে বিভিন্নস্থানে বিক্রি করে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।