বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে ৩৭২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় মাদকের এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাচালানীরা ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে বলে তাদের কাছে খবর আসে। পরে অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী বারোপোতা গ্রামে চোরাচালানীদের ধাওয়া করে বিজিবি। এসময় চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
২৩ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার আব্দুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫