ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বোমাসহ আটক ২ যুবক ভাড়াটিয়া সন্ত্রাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
গাজীপুরে বোমাসহ আটক ২ যুবক ভাড়াটিয়া সন্ত্রাসী

গাজীপুর: গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টাকালে দু’টি পেট্রোল বোমাসহ আটক দুই যুবক  বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, ভাড়াটিয়া সন্ত্রাসী।



আটক যুবকরা হলেন-গাজীপুর শহরের ট্যাংকির পাড়া এলাকার    সানোয়ার হোসেনের ছেলে রুমন মিয়া (৩০) ও গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার আ. সামাদের ছেলে নাসির উদ্দিন (২৪)।

গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা লিটন লিয়াকত জানান, রুমন ও নাসির ছাত্রদল বা যুবদলের কেউ নয়। এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল বাসার বলেন, আমাদের কোনো লোক শিববাড়ি থেকে আটক হয়নি।

অনুসন্ধানে জানা যায়, মুন্সিপাড়া এলাকার নাসিরের বাবা সামাদ মিয়া একজন চা বিক্রেতা। নাসির ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পরিচিত। ট্যাংকির পাড়া এলাকার বাসিন্দা রুমনকে কেউ চেনে না। তবে স্থানীয়রা বলছেন, ভাড়াটিয়া সন্ত্রাসী হতে পারে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুর শহরের শিববাড়িতে গাড়িতে বোমা হামলা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয় রুমন ও নাসির।

এদের কাছ থেকে পুলিশ দু’টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে তাদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।