রাজবাড়ী: রাজবাড়ীতে পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তকে সাদরে বরণ করতে বসন্ত উৎসব ১৪২১ পালিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনকে নানান রংয়ের ফুলে সাজিয়ে বসন্তের কবিতা গান ও নৃত্যে বসন্তকে বরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১-আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মাহাবুবুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মনিরুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী মো. আসাদুজ্জামান কবীর।
অনুষ্ঠানে শত শত দর্শককে সঙ্গে নিয়ে বসন্তের কবিতা, গান ও নৃত্য পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫