ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বসন্ত উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রাজবাড়ীতে বসন্ত উৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তকে সাদরে বরণ করতে বসন্ত উৎসব ১৪২১ পালিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনকে নানান রংয়ের ফুলে সাজিয়ে বসন্তের কবিতা গান ও নৃত্যে বসন্তকে বরণ করা হয়।



অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১-আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মাহাবুবুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মনিরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী মো. আসাদুজ্জামান কবীর।

অনুষ্ঠানে শত শত দর্শককে সঙ্গে নিয়ে বসন্তের কবিতা, গান ও নৃত্য পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।


বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।