ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকচাপায় দোকানি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
কালীগঞ্জে ট্রাকচাপায় দোকানি নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক নিয়স্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানের ওপর উল্টে গেলে আব্দুস সামাদ (৫৫) নামে এক পান দোকানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।



শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক সড়কের কালীগঞ্জের চিড়ামিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোকানি আব্দুস সামাদ কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনশ্যাম এলাকার পাইকানটারী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, লালমনিরহাটগামী ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৬৫২১) চিড়ামিল মোড়ে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দু’টি দোকানের ওপর উল্টে পড়ে।

এতে চাপা পড়েন পান দোকানদার আব্দুস সামাদ। এ ঘটনায় চালকের সহকারীসহ তিন ট্রাক শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে কালীগঞ্জ ও লালমনিরহাট থেকে আসা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট, পুলিশ ও এলাকার লোকজন আহতদের এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।     

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।