ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডাকাত সরদার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
আমতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডাকাত সরদার নিহত

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মোজাম্মেল হক নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রয়ারি) দিনগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামে আমজেদ প্যাদার পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলেন-জহিরুল (৩৫), আনসার (৩০), নাসির (২৫), মাসুম (২৫), হানিফ (২৫) ও বাচ্চু (৩৫)।

নিহত মোজাম্মেল হকের বাড়ি উপজেলার টিকিকাটা গ্রামে। অন্যরাও একই উপজেলার বলে জানা গেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচটি ককটেল ও বন্দুকের কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই জহিরুল, মোজাম্মেল, ইন্সপেক্টর শেখ আবদুল্লাহ, আ. বারি ও তারিকুল।

এ বিষয়ে আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বাংলানিউজকে বলেন, আমতলীর গুলিশাখালী গ্রামে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ডাকাত সরদার নিহত ও পাঁচ পুলিশ আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করা হয়।

আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক দ্রব্য ও পুলিশ অ্যাসল্ট ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।