কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চরপলাশ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি লাউয়ের মাচায় এসব পেট্রোল বোমা পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫