ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
গাংনীতে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন, সরঞ্জাম ও উত্তোলিত বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন স্থানীয় পুলিশের সহযোগীতায় এ অভিযান চালান।



এসময় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন ও মটমুড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে ড্রেজার মেশিনের মালিক বকুল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ হিসেবে দোষী প্রমাণিত হওয়ায় ড্রেজার মেশিন, সরঞ্জাম ও উত্তোলিত বালু জব্দ করে নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

ড্রেজার মেশিন, সরঞ্জাম ও বালু মটমুড়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার হাসিবুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মাজহারুল ইসলামের জিম্মায় দেওয়া হয়েছে।

মাথাভাঙ্গা নদীর চরগোয়ালগ্রাম এলাকায় ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ওই গ্রামের বকুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।