ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে নাশকতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
শ্রীপুরে নাশকতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর সমাবেশ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই স্লোগান নিয়ে চলমান নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ করেছে মাগুরার শ্রীপুর উপজেলার কমিউনিটি পুলিশিং এর সদস্যরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়।



শ্রীপুর থানা কম্পাউন্ডে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হুমায়ুন উর রশিদ মুহিত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির।

এতে বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় কমিউনিটি পুলিশিং এর প্রায় দেড় হাজার সদস্য অংশগ্রহণ করেন।  

সভায় জানানো হয়, কমিউনিটি পুলিশিং এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত সাত মাসে এ উপজেলার অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে। একই ধারাবাহিকতায় চলমান নাশকতা সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পুলিশ ভূমিকা রাখছে।

সভায় ২৩ ফেব্রুয়ারি ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা এলাকায় পাঁচ হাজার সদস্যের উপস্থিতিতে নাশকতাবিরোধী মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।