ঢাকা: রাজনৈতিক কর্মকাণ্ডে গোপানে নেতৃত্ব দেওয়ার অভিযোগ থাকা বিএনপিপন্থি দুই উপসচিবকে এবার জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বশির উদ্দিন আহমেদ-এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর প্রদান করার প্রয়োজন বলে বিবেচনা করেন, সেহেতু সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ১২ আইন)-এর ৯ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করলেন। তবে তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
অপর আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) ওএসডি মুজতাবা রিজওয়ানের চাকরিকাল ২৫ বছর পুর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর প্রদান করার প্রয়োজন বলে বিবেচনা করেন, সেহেতু সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ১২ আইন)-এর ৯ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করলেন। তবে তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫