খুলনা: সুন্দরবনের হাতভাঙ্গা ভাড়ানী এলাকা থেকে পাঁচ ডাকাত, আট চোরাকারবারি ও দুই ভারতীয় নাগরিকসহ ১৫জনকে আটক করেছে কোস্টগার্ড খুলনা রেঞ্জ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।
খুলনা রেঞ্জের অপারেশন অফিসার লে. কর্নেল আলাউদ্দীন নয়ন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের হাতভাঙ্গা ভাড়ানী এলাকায় অভিযান চালিয়ে দু’টি ট্রলারসহ পাঁচ ডাকাত, আট চোরাকারবারি ও দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
আটকদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫