ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় শতাধিক বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
পাথরঘাটায় শতাধিক বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা জিয়া ময়দানে এক জনসভার মধ্য দিয়ে যোগদান করেন।



পাথরঘাটা পৌরসভার ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী।

 জনসভায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাফেফর হোসেন বাবুল প্রমুখ।

জনসভা শেষে পাথরঘাটা পৌরসভার ৭, ৮ ও ৯নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতিমা পারুলের নেতৃত্বে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

নাসিমা ফেরদৌসী বলেন, বিএনপি কর্মীদের আওয়ামী লীগে যোগদানের ফলে আমাদের পাল্লা ভারী এবং আমাদের আন্দোলন আরও তরান্বিত হলো।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।