ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বেনাপোলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে সাজাপ্রাপ্ত দুই পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।


 
গ্রেফতার হওয়া আসামিরা হলেন- পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২২) ও আমড়াখালী গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে শাকিল (২৫)।
 
পুলিশ জানায়, পলাতক আসামি ফয়সাল ও শাকিল এলাকায় ফিরে এসেছেন –গোপন এ সংবাদ পেয়ে বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় বেনাপোলের বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।  
 
বৃহস্পতিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।