ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পূর্ণাঙ্গ রায় সম্পর্কে জানেন না কামারুজ্জামান!

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
পূর্ণাঙ্গ রায় সম্পর্কে জানেন না কামারুজ্জামান! এম কামারুজ্জামান

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এম কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় সম্পর্কে কোনো কিছুই জানেন না তিনি‍।

বুধবার দুপুরে এই রায় প্রকাশ করা হয়।

রাত আটটা পর্যন্ত এ সম্পর্কে কিছুই তাকে জানানো হয়নি।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী জেল সুপার নেসার জানিয়েছেন, এম কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় রায়ের কপি এখনো কারাগারে এসে পৌঁছায়নি। তাই, আমরা এ সম্পর্কে তাকে কিছুই জানাতে পারি না।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের স্বাক্ষরের পর এই রায় প্রকাশ পেলো। প্রকাশিত রায়টি ৫৭৭ পৃষ্ঠার।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন কামারুজ্জামান।

আপিলের শুনানি শেষে বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।

তবে অপর বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।