জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে প্রাক্তন রাষ্ট্রপতিগণ দ্য প্রেসিডেন্স পেনসন অর্ডিন্যান্স ১৯৭৯ অনুযায়ী অবসরভাতা পান। তবে যারা অবৈধ পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন মর্মে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তারা অবসরভাতা কিংবা অন্য সুবিধা পাবেন কি-না, তাও সংশোধিত আইনে স্পষ্টকরণের কাজ চলছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বর্তমানে প্রাক্তন রাষ্ট্রপতিগণ দ্য প্রেসিডেন্স পেনসন অর্ডিন্যান্স ১৯৭৯ অনুযায়ী অবসরভাতা পান। মূল আইনে এটি কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করা হয়নি। তবে সংশোধনী আইনে বলা আছে- ১৯৮৮ সালের ৪ এপ্রিলের থেকে কার্যকর হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে অধ্যাদেশ জারির সময় পর্যন্ত যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাদের প্রাপ্য অবরসভাতার বিষয়ে ১৯৭৯ সালের জারি করা অধ্যাদেশে কিংবা সংশোধনী আইনে কোনো সুস্পষ্ট বিধান নেই। এ অবস্থায় মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭৯ সাল পর্যন্ত যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাদের প্রাপ্য অবসরভাতার বিষয়ে যথাযথ বিধান সংযুক্তপূর্বক আইনটি সংশোধনের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এছাড়া যারা অবৈধ পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন মর্মে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তারা অবসরভাতা কিংবা অন্যান্য সুবিধা পাবেন কি-না, তাও সংশোধিত আইনে স্পষ্টকরণের কাজ চলছে। আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি বাস্তবায়ন হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫