ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বানকি মুন-পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ এ এইচ মাহমুদ আলী ও বানকি মুন

ঢাকা: বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের সমাধানের উপায় খুঁজে বের করতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বানকি মুন।

এছাড়া স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিরোধীদের সঙ্গে গঠনমূলক সংলাপ করতেও আহ্বান জানিয়েছেন তিনি।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক সাইড লাইন বৈঠকে বানকি মুন এ আহ্বান জানান।

ওয়াশিংটনে চলমান ‘সহিংস চরমপন্থা মোকাবেলায় হোয়াইট হাউস সামিট’-এর ফাঁকে এ বৈঠকে অংশ নেন তারা।

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব জানান, জনগণকে রক্ষা করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, গণতান্ত্রিক রীতি-নীতি মেনেই রাজনৈতিক দলগুলোর উচিত তাদের কর্মসূচি পালন করা।

এ সময় সচল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জাতিসংঘের মহাসচিবকে জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তিনি বিএনপি-জামায়াত জোটের সহিসংতা থেকে জনগণকে নিরাপদ রাখতে সরকারের তৎপরতার বিষয়েও জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন।

বৈঠকে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বানকি মুন বলেন, রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে জাতিসংঘ সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে শান্তিরক্ষা মিশনে ভূমিকার জন্য ফের অভিনন্দন জানান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫/আপডেটেড: ১২৩৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।