ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পাইকরতলী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফিরোজ হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ফিরোজ হোসেনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ বাজারের কাছে। তিনি জয়পুরহাট বিসিক শিল্প নগরীর রাফিদ ফিড মিলের ব্যবস্থাপক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফিরোজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে আসছিলেন। পথে পাইকরতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজের।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।