ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিনম্র শ্রদ্ধায় রংপুরে পালিত হচ্ছে ভাষা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
বিনম্র শ্রদ্ধায় রংপুরে পালিত হচ্ছে ভাষা দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রংপুর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, রংপুরের পুলিশ কমিশনার হুমায়ন কবীর, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহমেদ, পুলিশ সুপুর আব্দুর রাজ্জাক।



এছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পুষ্পার্ঘ অর্পণ করে।

দিনটি উপলক্ষে সকালে রংপুর সিটি প্রেসক্লাব জিএল রায় রোড কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে রংপুর টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়াও রংপুর শিল্পকলা একাডেমি, রংপুর শিশু একাড়েমির আয়োজনেও রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।