ঢাকা: রাজধানীর আজিমপুর মধ্য কলোনিতে ককটেল বিস্ফোরণে ইমন হোসেন (১০) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আজিমপুর কলোনির ৯ নম্বর ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
আহত ইমন আজিমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ইমন জানায়, বন্ধু নাইম তানজিলের সঙ্গে কলোনির ৯ নম্বর ভবনের পেছনে বেল গাছের নিচে খেলার সময় লাল টেপ মোড়ানো বলের মতো একটি বস্তু দেখতে পাই। কাছে গিয়ে ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়।
লালবাগ থানার এএসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫