ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাসিনা-মমতা একান্তে বৈঠক

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
হাসিনা-মমতা একান্তে বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দোপাধ্যায়

গণভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গিয়ে এ সাক্ষাৎ করেন তিনি।



এসময় শেখ হাসিনার সঙ্গে একান্তে আলাপও সেরে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তবে, তাদের সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। অবশ্য, পরে এ নিয়ে ব্রিফিং করা হবে বলে সংশ্লিষ্টদে পক্ষ থেকে জানানো হয়েছে।
 
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর দেওয়া ইলিশ মাছের নানা পদের রেসিপিসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আপ্যায়ন গ্রহণ করেন মমতা বন্দোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

** মমতার প‍াতে ৩ পদের ইলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।