ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
মাগুরায় ট্রাকচাপায় এসআই নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: হরতালে নাশকতা রোধে দায়িত্বপালনের সময় ট্রাকের চাপায় মাগুরার হাজিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুন্সি মো. মশিয়ার রহমান (৪৮) নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।



এসআই মশিয়ারের বাড়ি ঝিনাইদহ জেলার হাটগোপালপুরে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দুপুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হরতালে নাশকতা এড়াতে দায়িত্বপালন করতে মাগুরা শহরে যাচ্ছিলেন মশিউর। পথে ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় পেছন দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকেই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে মাগুরা পুলিশ লাইনে আনা হয়েছে। বেলা ২টায় সেখানে নামাজে জানাজা শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করায় তার পরিবারকে এককালীন নগদ পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।