ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সিলেটে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে উপজেলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গুলমি চা বাগানের ১৯নম্বর সেকশনের একটি টিলার গাছ থেকে ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করা হয়।


 
নিহত দুইজন হলেন- একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলমী চা বাগানের নতুন লাইনের বাসিন্দা সুনীল ভূমিজের ছেলে সাগর ভূমিজ (১৮) ও মন্টু মুন্ডার মেয়ে সুরতী মুন্ডা (১৮)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা বাগানের একটি কাঠাল গাছের ডালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সাগর ও সুরতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরইমধ্যে আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুরতীর অন্যত্র বিয়ের তারিখ নির্ধারিত হয়।
 
এঘটনায় রোববার গভীর রাত থেকে নিরুদ্দেশ ছিল তারা। অনেক খোঁজা-খুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

পরে সকালে চা বাগানে টিলায় একটি গাছের ডালে এক রশিতে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।