ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস খাদে পড়ে চাচা- ভাতিজা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
গোপালগঞ্জে বাস খাদে পড়ে চাচা- ভাতিজা নিহত ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় বাস খাদে পড়ে চাচা-ভাতিজা নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন-আনছার শেখ ( ৭০) ও ও তার ভাতিজা মোস্তফা শেখ (৫০)।

আহতদের মধ্যে ২২ জনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহতরা খুলনার বটিয়াঘাটা উপজেলার রঞ্জিতরুলা (বিরাট) গ্রামের বাসিন্দা।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ও গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, রঞ্জিতরুলা গ্রামের লোকজন চারটি বাস ভাড়া করে বরিশালের চরমোনাই পীরের বার্ষিক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জের কাজুলিয়া এলাকায় এলে এর মধ্যে একটি বাসের সামনের চাকার রিং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হন বাসের আরো ৪৫ যাত্রী। বাসটি খাদ থেকে পাড়ে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।