ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজি প্রেসের ম্যানেজারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বিজি প্রেসের ম্যানেজারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

ঢাকা: বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ম্যানেজার এ কে এম জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওয়েস্টেজ মালামাল সরবরাহের নামে প্রায় চার লাখ টাকা আত্মসাত করেছেন, এমন অভিযোগে সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।



অভিযোগ অনুসন্ধানে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের উপসহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, ওয়েস্টেজ মালামাল সরবরাহের নামে বিজি প্রেসের ম্যানেজার এ কে এম জসিম উদ্দিন তিন লাখ ৮৯ হাজার টাকা আত্মসাত করেন।

মালামাল সরবরাহের নামে ওই টাকা নিলেও পরবর্তী সময়ে আর তা সরবরাহ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি ওই অর্থ ফেরতও দেওয়া হয়নি।

সূত্র আরও জানায়, অর্থ আত্মসাতের এ অভিযোগ দ্রুত অনুসন্ধানের জন্য কমিশন থেকে অনুসন্ধানকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের সঠিক অনুসন্ধানের স্বার্থে দুদকের উপ-পরিচালক মো. আব্দুল হাইকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।