ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মালয়েশিয়াগামী ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
কক্সবাজারে মালয়েশিয়াগামী ৩ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়‍াগামী তিন যুবক ও এক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার বেলা ১২টার শহরের কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক কর‍া হয়।

পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

আটক পাচারকারী হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মঞ্জুর আহাম্মদের ছেলে মো. জাহাঙ্গীর ( ৩৫ )। তার বিরুদ্ধে মহেশখালী থানায় মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আটক তিন যুবক সুনামগঞ্জ জেলার জামালপুরের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, মৃত মো. শফির ছেলে মো. মনিরুজ্জামান (১৯), ছাদেক মিয়ার ছেলে নাজমুল হাসান (১৯) ও মৃত. গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল (২১)।

আটক যুবক মনিরুজ্জামান বাংলানিউজকে জানান,  তাদের গ্রামের আরজাদ আলী নামে এক ব্যক্তি তাদের মালয়েশিয়ায় নিয়ে মসজিদে চাকরির আশ্বাসে কক্সবাজারে নিয়ে আসে।

আটক পাচারকারী জাহাঙ্গীর জানান, তিনি তারা চাচা ইউপি সদস্য নাগু মেম্বারের ভাতিজা। তিনি চাচার হয়ে এসব কাজ করেন। তিনিসহ পাঁচ জন ওই যুবকদের নিতে কক্সবাজারে আসেন। কিন্তু পুলিশ দেখে অন্যরা পালিয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।