ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্ত থেকে ২০ লিটার মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সাতক্ষীরা সীমান্ত থেকে ২০ লিটার মদ উদ্ধার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করা হয়।

এর মধ্যে ১০ বোতল ম্যাজিক মোমেন্ট ও ১০ বোতল মিল্ককিপ মদ রয়েছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদের এ চালানটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।