সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদের এ চালানটি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫