কুমিল্লা: অভিনব কায়দায় পিলার চুরিকালে ট্রাক, লরি ও ক্রেনসহ বিদ্যুতের আন্তঃজেলা পিলার চোর চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মজুদ রাখা পিলার চুরিকালে তাদের আটক করা হয়।
এ সময় ট্রাক-লরিতে তোলা ১৪টি পিলারও উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর প্রায় সাড়ে তিন কোটি টাকার পিলার পাওয়া গেছে। আটক চোরদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ভোরে সুয়াগাজীতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিদ্যুতের মজুদ পিলার ক্রেনের সাহায্যে ট্রাক লরিতে উঠানোর সময় পল্লী বিদ্যুতের আনসার বাহিনী তাদের বাধা দেয়। আনসার বাহিনী টহল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৮ চোরকে আটক করে। পরে পুলিশ ট্রাক লরি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ১৪টি পিলার উদ্ধার করে।
আটক চোররা পুলিশকে জানায়, ঢাকার গাবতলী এলাকার সেতু পুল নামের একটি প্রতিষ্ঠানের জন্য তারা এ পিলারগুলো নিতে ট্রাক লরিতে তুলছিল।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার(প্রশাসন) সেলিনা বেগম বাংলানিউজকে জানান, একই জায়গা থেকে আরও ২বার এমন পিলার চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে আমরা চোরদের গ্রেফতারে চেষ্টায় আছি। এবার গত ৬ মাস ধরে পিলার চোর ধরতে আমরা তৎপর ছিলাম, তাই তাদের ধরা সম্ভব হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহজাহান তালুকদার বাংলানিউজকে জানান, কিছুদিন পর পরই তাদের পিলার চুরি হয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আরও দুইটি মামলা রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক(এসআই) জসীম বাংলানিউজকে জানান, তারা প্রথমে নিজেদের ঠিকাদার বলে পরিচয় দেয়। পরে চোরদের কাগজপত্র দেখাতে বলে পুলিশ। বৈধ কোনো কাগজপত্র সঙ্গে না থাকায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপরে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫