ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
কুড়িগ্রামে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রায় দুই কোটি টাকা ম‍ূল্যের বিপুলপরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এসব মাদকদ্রব্য ধ্বংস কর‍া হয়।



মাদকদ্রব্য ধ্বংসের উদ্বোধন করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রংপুর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো. জুলফিকার আলী।

এ সময় উপস্থিত ছিলেন, ৪৫ বিজিবির পরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক এ টি এম হেমায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকছুদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম রেঞ্জের তত্ত্বাবধায়ক মো. নবাব আলী।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ১০ হাজার ৭০৮ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, তিন হাজার ৪২১ বোতল ফেনসিডিল ও ৩১৪ কেজি দুইশ গ্রাম গাঁজা। এসবের মূল্য  এক কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা।
 
গত ১৫ ডিসেম্বর ২০১২ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত কুড়িগ্রাম বিজিবিরি সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব মাদকদ্রব্য আটক করে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।