সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের বিক্রয় প্রতিনিধি সরোয়ার হোসেনের (৩০) মোটরসাইকেলে পেট্রোল বোমা ছুড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের খিদির বটতলায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরোয়ার হোসেন শহরের রায়পুর মহল্লার মনছের আলীর ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মোটরসাইকেলের সামনের অংশ পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, সরোয়ার বেলকুচি থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে।
এ সময় তিনি ছিটকে পাশের ক্ষেতের মধ্যে পড়ে যান। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং সিরাজগঞ্জ শাখার বিক্রয় ব্যবস্থাপক (সেলস ম্যানেজার) রায়হান আলম খন্দকার বাংলানিউজকে জানান, বেলকুচি থেকে মার্কেটিং করে ফেরার পথে এ পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। তার কাছে থাকা পাঁচ লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫