ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী জেলা খাদ্যনিয়ন্ত্রণ অফিসে আগুন, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নোয়াখালী জেলা খাদ্যনিয়ন্ত্রণ অফিসে আগুন, আহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী জেলা খাদ্যনিয়ন্ত্রণ অফিসের স্টোররুমে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় আগুন নেভাতে গিয়ে অফিসের পিয়ন আলম আহত হয়েছেন।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর মাইজদীতে অবস্থিত জেলা খাদ্যনিয়ন্ত্রণ অফিসে আগুন দেখতে পেয়ে অফিসের লোকজন ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।

মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে খাদ্য অফিসের স্টোররুমটি পুড়ে গেছে।

এ সময় আগুন নেভাতে গিয়ে অফিসের পিয়ন আলম আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা খাদ্যনিয়ন্ত্রক হুমায়ন কবির বাংলানিউজকে জানান, স্টোররুমের মধ্যে থেকে একটি শব্দ শুনতে পাই আমরা। পরে ওই রুমের কাছে গিয়ে আগুন জ্বলতে দেখি। আগুনে রুমে থাকা পুরনো নথিপত্র পুড়ে গেছে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুব আলম জানান, আমাদের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কক্ষের মধ্যে আমরা কেরোসিনের একটি বোতল পেয়েছি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।