চাঁদপুর: চাঁদপুরে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেডের পিকআপভ্যানে আগুন ধরে গেলে ভ্যানটির চালক ও তার সঙ্গে থাকা ডেলিভারিম্যান গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর হাইমচর সড়কের দোকানঘর এলাকায় এ পেট্রোল-বোমা ছুড়ে মারার ঘটনা ঘটে।
আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, পিকআপভ্যানচালক আনিছুর রহমান (৪৫) ও ডেলিভারিম্যান ফকরুল ইসলাম (৩৬)।
আনিছের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার কংগাইশ গ্রামে এবং ফকরুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেনেটার গাড়িটি চাঁদপুরের কাছাকাছি আসতেই অবরোধ-সমর্থকরা পেট্রোল-বোমা নিক্ষেপ করে। বোমাটিতে আগুন না ধরলেও বোমার বোতল ও গাড়ির কাচ ভেঙে পিকআপভ্যান চালক আনিছুর ও তার পাশে বসা ডেলিভারিম্যান ফখরুল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে আসেন।
দায়িত্বরত চিকিৎসক ফিরোজ হাসান বাংলানিউজকে জানান, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাই, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার সিনিয়র উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫