বগুড়া: বগুড়ায় বগুড়া-রংপুর সড়কে সদর উপজেলার গোকুল ছ'মিল বন্দর এলাকায় সবজিবাহী একটি ট্রাকে পেট্রোল-বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটিতে আগুনে ধরে যায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
তবে বোমা নিক্ষেপের আগে চালক ও তার সহযোগীকে নামিয়ে দেওয়ার ফলে এ ঘটনায় কেউ দগ্ধ হননি।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহাস্থান থেকে সবজিবাহী ট্রাক (বগুড়া-ট ১১-১৩০১) ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা গোকুল ছ'মিল বন্দর এলাকায় ট্রাকটি থামিয়ে চালক ও তার সহযোগীকে নামিয়ে দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫