হবিগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মহিবুর রহমানের নাম-ঠিকানা সংশোধন করে ১৮ মার্চ ফের পঞ্চম দফায় সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এর বিচারক নিশাত সুলতানা এ নির্দেশ দেন।
২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার আসামি বিএনপি নেতা সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র (বরখাস্ত) জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছের নাম-ঠিকানা সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল।
এর আগে তিনি ১৩ নভেম্বর নতুন ১১ জনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন।
এতে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও পৌর মেয়র (বরখাস্ত) জি কে গউছ কারাগারে রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বৈদ্যের বাজার এলাকায় জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫