ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়েছে তিন দিনব্যাপী শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০১৫।
বারনই খেলাঘর আসরের আয়োজনে এ ক্যাম্পে খেলাঘরের রাজশাহী জেলার বিভিন্ন শাখা আসরের ৪শ’ শিশু-কিশোর ভাই-বোন অংশ নেয়।
এ ছাড়াও প্রতিদিন সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শাখা আসরের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, নাটক, গম্ভীরা, নৃত্য পরিবেশিত হয়।
প্রশিক্ষণ ক্যাম্পের অংশ হিসাবে তাহেরপুর ও পুঠিয়ার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকদের জাতীয় সংগীত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল ও বিশিষ্ট সংগীত শিল্পী রাকিবুল হাসান রবিন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ক্যাম্পের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ, সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ বাগচী, খেলাঘর রাজাশাহী জেলা কমিটির সহ সভাপতি ডা. এফ এম এ জাহিদ, জুলফিকার আহমেদ গোলাপ ও বারনই খেলাঘর আসরের যুগ্ম আহবায়ক মোঃ আবু বাক্কার মৃধা মুনছুর।
আসরের যুগ্ম আহবায়ক মোঃ মকবুল হোসেন শাহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল।
সবশেষে ক্যাম্পে অংশ নেওয়া খেলাঘরের রাজশাহী জেলার বিভিন্ন শাখা আসরের ৪শ’ শিশু-কিশোর ভাই-বোন ছন্দাত্মক ব্যয়াম, ভঙ্গিগীতি, ব্রতচারী নৃত্য, শাড়িনৃত্য, লাঠিনৃত্য, ভ্যাড়ানৃত্য, স্টেপ ড্রিল, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করে।
এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ বাগচী, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাংস্কৃতিক সংগঠক আমিনুল হক বাবুল, খেলাঘর রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক ফজলুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবনই খেলাঘর আসরের যুগ্ম আহবায়ক মোঃ আবু বাক্কার মৃধা মনসুর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা তাহেরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫