ঢাকা: পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে দোয়া-মিলাদের আয়োজন করেছে বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবির সদর দফতরে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ অংশ নেন। উপস্থিত ছিলেন নিহতের স্বজনরাও।
এর আগে সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক তার কার্যালয়ে এঘটনায় নিহত তৎকালীন বিডিআর-এর কেন্দ্রীয় সুবেদার মেজর নূরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগমের হাতে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দেওয়া বার্ষিক অনুদানের ৪ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় বেসরকারি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫