ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের কৈগাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের মৃত মনছের আলীর ছেলে মিঠু মিয়া (৩৫) ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া গ্রামের মাদারী হোসেনের ছেলে ইসলাম হোসেন (৪৫)।

আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহত যাত্রী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা নাটোর থেকে যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বসুন্ধরা নামের যাত্রীবাহী একটি বাস নাটোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার দুই যাত্রী এবং আহত হন অটোরিকশা চালকসহ ৩ জন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।