ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভেজাল সারে ঠকছে কৃষক

আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
ময়মনসিংহে ভেজাল সারে ঠকছে কৃষক

ময়মনসিংহ: মাটির সঙ্গে সালফার, অতিমাত্রায় ভিটামিন ও ক্ষতিকারক রাসায়নিক উপাদানের মিশ্রণে তৈরি হচ্ছে ভেজাল সার। নিত্য নতুন কৌশলে তৈরি এ ভেজাল ও নিন্মমানের সার ব্যবহারে নষ্ট হচ্ছে জমির উর্বরতা শক্তি।



এসব ভেজাল সার বাজারজাতকরণ করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা। প্রতারিত হচ্ছেন দরিদ্র কৃষকেরা।

ময়মনসিংহ শহরের বলাশপুরের একটি গুদামে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতের অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য। জব্দ করা হয় এশিয়া ক্রপ কোয়ালিটি প্রোডাক্টের ছয়শ’ বস্তা ভেজাল সার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ হুমায়ুন কবীর।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালি মডেল থানায় এশিয়া ক্রপ কোয়ালিটি প্রোডাক্টের চেয়ারম্যান ফিরোজুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন সদর উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম সিদ্দিকুল আলম।

স্থানীয় উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে অনুমতি নিয়ে এশিয়া ক্রপ কোয়ালিটি প্রোডাক্টের চেয়ারম্যান ফিরোজুল ইসলাম রটন প্লাস, থিয়োভিট প্লাস সালফার ও লাঙ্গল মার্কা বোরো দস্তা সার উৎপাদন শুরু করে।

শুরু থেকেই এ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে সালফার, অতিমাত্রায় ভিটামিন ও ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে ভেজাল সার তৈরি করে আসছিল।

এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. ফয়জুল হক বলেন, ক্ষেতে ভেজাল সার ব্যবহারে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমনি মানব দেহেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
  
ময়মনসিংহের বাজারগুলোতে সিনজেন্টা, সুইট এগ্রো, ফারুক ফার্টিলাইজার, মামুন এগ্রো, লারসন এগ্রো, এগ্রো লিমিটেডসহ প্রায় ২০ থেকে ২৫টি কোম্পানি সার তৈরি করে বাজারজাত করছে।

তাদের মধ্যে কোনো কোনো কোম্পানি কৃষি অধিদফতর অনুমোদনপ্রাপ্ত হলেও বেশির ভাগ কোম্পানি’ই বিএসটিআই ও কৃষি সংশি¬ষ্ট বিভিন্ন দফতর অনুমতিপত্র নকল করে ভেজাল সার তৈরি করছে। এতে গ্রামের সহজ-সরল কৃষকেরা প্রতারিত হচ্ছেন। সেই সঙ্গে ক্ষতির মুখে পড়ছে দেশের কৃষিখাত।
    
কৃষিবিদদের মতে, এসব ভেজাল সার ব্যবহারে ফসলি ক্ষেত গাঢ় সবুজ হবে। কিন্তু কৃষক কাঙ্ক্ষিত ফসল পাবেন না। উচ্চমূল্যে কেনা এ সার ব্যবহারে উল্টো ক্ষতিগ্রস্ত হবেন কৃষক।   

এ ব্যাপারে ময়মনসিংহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা রুবিনা ইয়াসমীন বলেন, ফসলের রোগ-বালাই দমন ও পুষ্টি বৃদ্ধিতে কৃষকেরা বাজার থেকে বিভিন্ন কোম্পানির ভেজাল সার কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।