ঢাকা: ভৈরবে যাত্রীবাহী বাসে হরতাল-অবরোধ সমর্থকদের হামলার ঘটনায় আহত লুৎফর রহমান (৩৫) মারা গেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লুৎফর রহমান গাইবান্ধার কুমিরাভিটা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মৌলভীবাজারে কৃষিকাজ করার পাশাপাশি রিকশা চালাতেন তিনি।
মৃত লুৎফর রহমানের নিকটাত্মীয় আব্দুল মালেক বাংলানিউজকে জানান, গত ১১ ফেব্রুয়ারি একটি বাসে মৌলভীবাজার থেকে গাইবান্ধা যাচ্ছিলেন লুৎফর রহমান। ওইদিন রাত ১টার দিকে বাসটি ভৈরব এলাকায় পৌঁছালে হরতাল ও অবরোধ সমর্থকরা গাড়িটিতে ককটেল ও ইট নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
এসময় লুৎফরের মাথায় কাচ, ইট ও ককটেলের স্প্রিন্টারের আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ওইদিনই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান আব্দুল মালেক।
ডাক্তারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫