ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে আহত ব্যক্তির ঢামেক হাসপাতালে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
ভৈরবে আহত ব্যক্তির ঢামেক হাসপাতালে মৃত্যু

ঢাকা: ভৈরবে যাত্রীবাহী বাসে হরতাল-অবরোধ সমর্থকদের হামলার ঘটনায় আহত লুৎ‍ফর রহমান (৩৫) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



লুৎফর রহমান গাইবান্ধার কুমিরাভিটা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মৌলভীবাজারে কৃষিকাজ করার পাশাপাশি রিকশা চালাতেন তিনি।  

মৃত লুৎফর রহমানের নিকটাত্মীয় আব্দুল মালেক বাংলানিউজকে জানান, গত ১১ ফেব্রুয়ারি একটি বাসে মৌলভীবাজার থেকে গাইবান্ধা যাচ্ছিলেন লুৎফর রহমান। ওইদিন রাত ১টার দিকে বাসটি ভৈরব এলাকায় পৌঁছালে হরতাল ও অবরোধ সমর্থকরা গাড়িটিতে ককটেল ও ইট নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
এসময় লুৎফরের মাথায় কাচ, ইট ও ককটেলের স্প্রিন্টারের আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ওইদিনই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে চিকি‍ৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান আব্দুল মালেক।

ডাক্তারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।