ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অভিজি‍ৎ হত্যার নিন্দা অনুসন্ধিৎসু চক্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
অভিজি‍ৎ হত্যার নিন্দা অনুসন্ধিৎসু চক্রের

ঢাকা: বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরাফাত রহমান এক বিবৃতিতে এ নিন্দা জানান।



বিবৃতিতে তারা বলেন, এ ধরনের ঘটনা মুক্তবুদ্ধির চর্চাকে ব্যাহত করে। আর মুক্তবুদ্ধির চর্চা ব্যাহত হলে বিজ্ঞানের অনুশীলন যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি সমাজের অগ্রগতিও হয় রুদ্ধ। অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এহতেশামুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।