ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কমান্ডার আব্দুর রউফ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
কমান্ডার আব্দুর রউফ আর নেই আব্দুর রউফ

ঢাকা: আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কমান্ডার আব্দুর রউফ মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক  হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।



রউফের মারা যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সেক্টর কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব।

তিনি বলেন, সিএমএইচ থেকে আব্দুর রউফের মৃতদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে যাওয়া হচ্ছে।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে, তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।

এ মামলায় কমান্ডার আব্দুর রউফকে অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়।   

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামি পক্ষের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ থাকায় একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এ মামলা এবং এর প্রতিক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে সরকার মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।