ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় পুলিশ-জেলে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
শাল্লায় পুলিশ-জেলে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘাগটিয়া বিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলের নাম জানা যায়নি।



শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঘাগটিয়া বিলে অবৈধভাবে মাছ ধরতে যান শতাধিক জেলে। খবর পেয়ে পুলিশ এসে তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় এক জেলে মারা যান।

একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বেলা ১২টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরাস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।